বীর উত্তম সিআর দত্ত লাইফ সাপোর্টে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেজর জেনারেল (অবঃ) বীর উত্তম চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) যুক্তরাষ্ট্রের ফ্লোডিরার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। 

গতকাল সোমবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ফ্লোরিডা থেকে সি আর দত্তের কন্যা কবিতা দাশগুপ্তা রাতে ফোনে এ সংবাদ জানিয়েছেন।

কবিতা জানান, গত বৃহস্পতিবার তার বাসার বাথরুমে হঠাৎ করে জেনারেল দত্ত পড়ে যান। এতে তার পা ভেঙে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। সেখানে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে এবং তার যকৃত ইতোমধ্যে অকার্যকর হয়ে গেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় জানান, সিআর দত্ত মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ ও বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন। তার রোগ মুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে প্রার্থনা কামনা করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //