করোনায় নিউইয়র্কে ৩ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউইয়র্কের একটি হাসপাতালে তাদের মৃত্যু হয়। তারা হলেন- প্রকৌশলী খাইরুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্না। তারা বাংলাদেশের চট্টগ্রামের হালিশহর এ-ব্লক ৮ নং লেনের স্থায়ী বাসিন্দা।

নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক শুভাশিষ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা-ছেলে দুইজনই পরিবারের সাথে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে তারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

করোনা আক্রান্ত হয়ে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে তাদের আকস্মিক মৃত্যুর খবরে সেখানকার কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র জুড়ে আবাবোর করোনাভাইরাসের বিস্তার আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বাবা-ছেলেসহ গত এক মাসে নিউইয়র্কে সাতজন বাংলাদেশিরর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

অপর পাঁচজন হলেন- আবাসন ব্যবসায়ী গোলাম রহমান সেলিম (৪৬), চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কালাম আজাদ (৭৩), এলমহার্স্টের বাসিন্দা শেফালি বেগম (৫৫)। চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল হাই জিয়া (৫৫), লং আইল্যান্ড হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার তৌফিকুল ইসলাম (৬২) (প্যাথলজিষ্ট)।

গত শনিবার পর্যন্ত নিউইয়র্কে করোনাভাইরাসে মৃত্যু বরণ করেছেন প্রায় ৩৬ হাজার মানুষ। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা প্রায় তিন শতাধিক। -ইউএনবি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //