আল জাজিরার বিরুদ্ধে ৪ হাজার কোটি টাকার মামলা

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগানের ফেডারেল আদালতে চার হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখা। 

আজ সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের মিশিগানের ফেডারেল আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয় ও ডকেটে ওঠে।

গত ২২ ফেব্রুয়ারি মামলাটি যুক্তরাষ্ট্রের মিশিগানের ফেডারেল আদালতে করা হলেও এটি প্রক্রিয়ায় যেতে কিছুটা সময় লাগে। 

এ মামলায় আসামি করা হয়েছে- আল জাজিরার ইংরেজি টিভি, আল জাজিরার মিডিয়া নেটওয়ার্ক, কনক সারওয়ার, ইলিয়াস হোসেন, শায়ের জুলকারনাইন সামি, দেলোয়ার হোসেন ও ডেভিড বার্গম্যানকে। 

এক সংবাদ সম্মেলনে এই মামলার কথা জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলম। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশনের পক্ষে এই মামলা করেন ড. রাব্বি আলম, শের-এ-আলম ও রিজভী আলম।

মামলার বাদীরা আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। 

এছাড়াও এই ইস্যুতে বাংলাদেশের কাছে আল জাজিরা কর্তৃপক্ষের ক্ষমা চাওয়া উচিত বলেও জানান তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //