মালয়েশিয়ায় ২ শতাধিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩২৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গত শুক্রবার (১৯ মার্চ) রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ইম্বির তিনটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ২০৪ জন বাংলাদেশি। বাকিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের নাগরিক। 

এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ বলেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর পাঁচজন অংশ নেন। আটকদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের সবার কভিড-১৯ পরীক্ষা ও কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। 

তিনি বলেন, এসব শ্রমিকদের থাকার জায়গা সরকারের বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী করা হয়েছে কি না- তা নিয়েও তদন্ত করা হবে।

আটকদের বুকিত জলিলের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশনের ১৯৬৩ সালের করা আইনের ১৯৫৯/৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //