নিউইয়র্কে কনস্যুলেট-বাংলাদেশ সোসাইটির উদ্যোগে টিকাদান সম্পন্ন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি হেলথ হসপিটালস্, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক ও বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে আরো বলা হয়, ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী কভিড-১৯ টিকাদান কর্মসূচি চলে। এ কর্মসূচিতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ‘জনসন অ্যান্ড জনসন’ এক ডোজের টিকা প্রদান করা হয়। এতে বাংলাদেশি, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ৫২৮ জন সদস্যকে টিকা দেয়া হয়।

কমিউনিটির জন্য বিশেষ এই সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিউইয়র্ক সিটি হেলথ হসপিটালস্, বাংলাদেশ সোসাইটিকে ও কমিউনিটির সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।  

স্বল্পসময়ে টিকাদান কর্মসূচির তথ্যটি কমিউনিটিকে অবহিত করায় নিউইর্য়কের সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি। -বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //