মালয়েশিয়ায় বাংলাদেশি নিহত, গ্রেফতার ২

মালয়েশিয়ায় স্ক্রু-ড্রাইভারের আঘাতে এক বাংলাদেশি নিহতের ঘটনার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত শুক্রবার (৩০ এপ্রিল) মালয়েশিয়ার বান্তিংয়ের মাহকোটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে। এসময় আরো দুইজন আহত হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের হোস্টেলে শুক্রবার রাত ৯টার দিকে দুই বাংলাদেশির সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে স্ক্রু-ড্রাইভারের আঘাতে ঘটনাস্থলে বাবু (৪৪) নামে প্রবাসী মারা যান। এছাড়া দুজন আহত হয়েছেন।

কুয়ালা লঙ্গাতের জেলা পুলিশ সুপার সুপারিনটেনডেন্ট আজিজান টুকিমান জানিয়েছেন, বাবুর (৪৪) বুকে স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের দুই বন্ধু পেটে আঘাত পেয়ে মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি জড়িত।

তিনি জানান, নিহত ও সন্দেহভাজনরা একটি পেপার মিলের কর্মী। তামান মঙ্গিস জায়া মোড়ে লুকিয়ে থাকা ৪২ ও ৪৪ বছর বয়সী দুজনকে শনিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। তারা অপরাধের কথা স্বীকার করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //