যুক্তরাষ্ট্রে বিচারক হচ্ছেন বাংলাদেশি নুসরাত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত চৌধুরী (৪৪) যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদের জন্য মনোনীত হয়েছেন।

রয়টার্স জানায়, নিয়োগ নিশ্চিত হলে মার্কিন বিচার বিভাগে নুসরাত চৌধুরীই হবেন প্রথম বাংলাদেশি মার্কিন ও দ্বিতীয় মুসলিম বিচারক।

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনজন নারীর নাম সুপারিশ করে পাঠিয়েছেন।

নুসরাতের সঙ্গে সুপারিশ পাওয়া অন্য দুই নারী হলেন- জ্যাসিকা ক্লার্ক ও নিনা মরিসন। তিনজনকে নিউইয়র্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে ফেডারেল বিচারক হিসেবে কাজ করার সুপারিশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম নাগরিক অধিকার বিষয়ক সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় রাজ্য শাখার আইনবিষয়ক পরিচালক নুসরাত চৌধুরীকে (৪৪) নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতের জন্যে সুপারিশ করা হয়েছে।

তিনি ২০০৮ সাল থেকে জাতীয় এসিএলইউতে কাজ করেছেন। এসিএলইউর রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //