ইতালিতে শ্রমিকদের হেলথ পাস বাধ্যতামূলক

বিশ্বের মধ্যে সবচেয়ে কঠোর করোনাবিধির অনুমোদন দিয়েছে ইতালির সরকার। বৃহস্পতিবার দেশটির সব শ্রমিকের জন্য হেলথ পাস (গ্রিন পাস) বাধ্যতামূলক করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর ফলে শ্রমিকদের কাজে যোগদানের সময় টিকা নেওয়ার প্রমাণ, নেগেটিভ বা সম্প্রতি আক্রান্ত হওয়ার প্রমাণ দেখাতেই হবে।

নতুন এই আইন ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। করোনায় ব্যাপক প্রাদুর্ভাবের শিকার হওয়া দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির প্রশাসনের মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে সর্বশেষ উদ্যোগ এটি।

আইন অনুসারে, কোনো শ্রমিক হেলথ পাস দেখাতে ব্যর্থ হলে মজুরি ছাড়া সাময়িক বরখাস্তের শিকার হবেন। কিন্তু ছাঁটাই করা যাবে না।

যেসব শ্রমিক এই আইন অমাণ্য করে কাজে যোগ দিবেন তাদের ৬০০ থেকে ১৫০০ ইউরো জরিমানার শাস্তির মুখে পড়তে হবে। শ্রমিককে কাজে নেওয়া মালিকদের জন্য এই জরিমানার পরিমাণ হবে ৪০০-১০০০ ইউরো।

দেশটির জনপ্রশাসন মন্ত্রী রেনতাতো ব্রুনেত্তা বলেন, ইউরোপের কোনো দেশে এমনটি করা হয়নি। আমরা নিজেদের আন্তর্জাতিকভাবে সম্মুখসারিতে রাখছি। এর ফলে করোনাভাইরাসের টিকা প্রয়োগের গতিতে ব্যাপক উন্নতি হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //