সৌদিতে লোক পাঠাতে চাকরি মেলা

দেশের জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করতে যশোর অঞ্চলের এক হাজার জনকে সৌদি আরবে কাজের সুযোগ করে দিচ্ছে সরকার। 

এই উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) যশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি মেলা আয়োজন করা হয়।

দিনভর সাক্ষাৎকার গ্রহণ শেষে বিদেশগামীদের নির্বাচিত করা হয়। রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস-এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই চাকরি মেলায় জেলার আট উপজেলার প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত যুবকরা অংশ নেন। সৌদি আরবে থাকা খাওয়ার সুবিধা এবং ওভারটাইমের সুযোগসহ সাতশ রিয়াল বেতনে ক্লিনার পদে কাজ পাবেন নির্বাচিত যুবকরা। 

মেলা শেষে বিকাল ৫টায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সাক্ষাৎকারে নির্বাচিতদের হাতে ইয়েস কার্ড তুলে দেন।

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন ভুইয়া জানিয়েছেন, আজকে নির্বাচিতরা দালালমুক্তভাবে সরকার নির্ধারিত ১ লাখ ৬৫ হাজার টাকা খরচ দিয়ে বিদেশে যেতে পারবেন। পাসপোর্ট ও টিকা নেওয়া থাকলে আগামী ১ মাসের মধ্যে তারা সৌদি আরবে যাবেন।

কেবলমাত্র সাক্ষাৎকারের মাধ্যমে অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চাকরি মেলায় আসা যুবকরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //