বাংলাদেশে হামলার পরিকল্পনাকারীর ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশে হামলার পরিকল্পনাকারী নওরোজ রায়েদ আমিন নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত।

গতকাল সোমবার (১১ অক্টোবর) দেশটির নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্ট নওরোজকে ৫ বছর ৪ মাসের কারাদণ্ড দেন। 

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জঙ্গি মতাদর্শ সমর্থনকারীদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসার সময় সিডনি বিমানবন্দর থেকে নওরোজকে ফিরিয়ে দেয়া হয়। এরপর প্রায় দুই বছর নজরদারিতে রাখার পর বাংলাদেশে বড় ধরনের জঙ্গি হামলার প্রস্তুতি নেয়ার অভিযোগে ২০১৮ সালের ১৬ জুন তাকে আটক করে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। 

সব প্রমাণের ভিত্তিতে আদালত ৩০ বছর বয়সী নওরোজকে এই কারাদণ্ড প্রদান করেন আদালত।

বাংলাদেশে আসতে চাওয়ার সময় নওরোজের কাছ থেকে একটি পেনড্রাইভ উদ্ধার করেছিলেন নিরাপত্তাকর্মীরা। তাতে আইএসের জঙ্গি হামলা সম্পর্কিত তথ্য পাওয়া যায়। 

এদিকে ২০১৭ সালে বাংলাদেশে গ্রেফতার সাদিয়া আমিন নামের এক নারীকে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর সদস্য সন্দেহে আটক করে র‍্যাব। সেই নারী নওরোজ আমিনের স্ত্রী বলেও জানিয়েছিল র‍্যাব। 

নওরোজ রায়েদ আমিনের পৈতৃক নিবাস বাংলাদেশের কুমিল্লায়। সিডনির ইঙ্গেলবার্ন এলাকায় হারম্যান স্ট্রিটের বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন তিনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //