লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

লিবিয়ার উপকুলে দুটি নৌকা ডুবে অন্তত ১৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এটি ছিল ইউরোপে যাওয়ার পথে বিপজ্জনক সমুদ্রে সর্বশেষ মর্মান্তিক প্রাণহানির ঘটনা।

জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এ কথা জানায়। 

ইউএনএইচসিআর লিবিয়া টুইট করেছে, গত সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ত্রিপোলি নৌঘাঁটিতে দু’টি নৌকা নিয়ে আসার পর সেখান থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রীরা আগের রাতে ঝোয়ারা ও আলখোমস থেকে রওনা হয়েছিল।

সংস্থাটি জানায়,  বেঁচে যাওয়া ১৭৭ জন ইউএনএইচসিআর ও এর অংশীদারদের কাছ থেকে সাহায্য ও চিকিৎসা সেবা পাচ্ছে। 

সংস্থার টুইট করা ছবিগুলিতে বেঁচে থাকা ব্যক্তিদের ঘাঁটিতে পৌঁছে কম্বল জড়িয়ে থাকতে দেখা গেছে। অভিবাসীদের অনেকেই সাব-সাহারান আফ্রিকান দেশগুলো থেকে ইউরোপে পৌঁছানোর প্রচেষ্টা নেয়। লিবিয়া তাদের জন্য একটি প্রধান প্রস্থান পয়েন্ট।

ইতালির তীরবর্তী ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে পৌঁছানোর প্রচেষ্টায় প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী নৌকায় চড়ে রওনা দেয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরুতে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে এক হাজার ১০ অভিবাসনপ্রত্যাশী সমুদ্রে মারা  গেছে। গত বছর একই সময়ে সমুদ্রে মৃত্যুর সংখ্যা ছিল ৩৯৮ জন। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //