সৌদি আরবে গাড়িচাপায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৫ এপ্রিল) খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন- আশ্রাব আলী, রাজু মিয়া ও নয়ন সর্দার। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।
সৌদিতে বাংলাদেশ দ্রুতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই শ্রমিকরা হাইওয়ের পাশে ফার্মে কাজ করতেছিল। এসময় বেপরোয়া গতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে।
বিষয় : সৌদি আরব বাংলাদেশি সড়ক দুর্ঘটনা
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh