ভূমধ্যসাগরে আটক ৪০০ বাংলাদেশির পরিচয় শনাক্ত

লিবিয়া থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর উপকূল থেকে আটক ৫৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৪০০ জনকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। 

গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দূতাবাস ইতোমধ্যে ওই ৪০০ বাংলাদেশির সাথে যোগাযোগ করেছে। তাদের মধ্যে ২৪৪ জন স্বেচ্ছায় দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের নিবন্ধন করা হয়েছে। বাকি ১৫৬ জন দেশে ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ না করায় তাদের নিবন্ধন করা যায়নি।

তিনি আরো জানান, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে দেশে ফেরত যেতে ইচ্ছুক ২৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে লিবিয়ায় আটক ৫৪১ জন অভিবাসনপ্রত্যাশী নিরাপদ স্থানে রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়া কোনোভাবেই কমছে না। মানবপাচার রোধে সরকার কঠোর অবস্থানে যাবে।

এর আগে, গত শনিবার (২৩ এপ্রিল) লিবিয়ার পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে ওই ৫৪১ অভিবাসনপ্রত্যাশীদের আটক করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //