ক্যাপ্টেন আজিজুল হক চুন্নু আর নেই

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম মাস্টার মেরিন ক্যাপ্টেন আজিজুল হক চুন্নু মারা গেছেন। 

আজ সোমবার (২৩ মে) বার্ধক্যজনিত কারণে জাপানের কোবে শহরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের পক্ষে পাকিস্তানের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ছিনতাই করে সিঙ্গাপুরে নিয়ে যান ক্যাপ্টেন আজিজুল হক চুন্নু। তিনি বঙ্গবন্ধু পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ক্যাপ্টেন আজিজুল হক চুন্নু ফরিদপুরের ভাঙ্গায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ব্রিটিশ ভারতের স্বনামধন্য আইনজীবী নুরুল হক উকিল। 

জানা গেছে, জাপানের কোবে শহরেই স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //