মালদ্বীপের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা

মালদ্বীপের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেছেন দেশটির উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম।

গতকাল বুধবার (২৫ মে) বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

ওই বৈঠকে, উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম ও বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ সম্পর্ক আরো জোরদারে দুই দেশের মধ্যে বাণিজ্য, স্বাস্থ্যসেবা, পর্যটন এবং মানবসম্পদ উন্নয়ন নিয়ে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়ে আলোচনা করেছেন। 

ফয়সাল নাসিম বলেন, তিনি মালদ্বীপের উন্নয়নে বাংলাদেশি কর্মশক্তির অবদানকে খুবই মূল্যায়ন করেন। তার দেশের সরকার প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের জন্য দ্রুত কাজ করছে। 

বৈঠকে মালদ্বীপে অনথিভুক্ত প্রবাসী বাংলাদেশি কর্মীদের দ্রুত বৈধকরণ ও শ্রমবাজার উন্মুক্তকরণের জন্য অনুরোধ জানান বাংলাদেশ হাইকমিশনার। 

বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ আব্দুল গফুর মোহাম্মদ ও মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //