রানি এলিজাবেথের এমবিই খেতাব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া

ব্রিটিশ রাজপরিবার কর্তৃপক্ষ থেকে মোস্ট এক্সিলেন্ট ওর্ডার (এমবিই) খেতাব পেলেন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া সামদানি। 

রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ব্রিটিশ রাজপরিবার কর্তৃপক্ষ এ তালিকা প্রকাশ করে। ব্রিটিশ রাজ পরিবারে এমবিই হচ্ছে তৃতীয় সর্বোচ্চ সম্মাননা।

বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও যুক্তরাজ্যে বিভিন্ন ধরনের শিল্পকর্মে পরোপকার এবং সহযোগিতা করার জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। 

নাদিয়া সামদানি ঢাকা আর্ট সামিটেরও সহপ্রতিষ্ঠাতা। বিশ্বে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম ঘটে এ প্রদর্শনীতে। ২০২০ সালে এই সামিট ৪ লাখ ৭৭ হাজার দর্শনার্থী পেয়েছিল। আগামী বছর দশম বার্ষিকী উদযাপন করবে ঢাকা আর্ট সামিট।

নাদিয়া সামদানি যুক্তরাজ্যের আর্ট গ্যালারি টেটের সাউথ এশিয়া অ্যাকিউজিশনস কমিটি, টেট ইন্টারন্যাশনাল কাউন্সিল, আলসারকাল অ্যাভিনিউ প্রোগ্রামিং কমিটি, ডেলফিনা ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল কাউন্সিলের সদস্য। 

এছাড়া তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির লক্ষ্মী মিত্তাল সাউথ এশিয়া ইনস্টিটিউটের আর্টস অ্যাডভাইজরি কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

নাদিয়া সামদানি জানান, এক দশকেরও বেশি শৈল্পিক প্রতিভাকে সমর্থন ও লালন করার জন্য এ স্বীকৃতি পাওয়া একটি অসাধারণ সম্মান।

উল্লেখ্য, ২০২২ সালে রানী এলিজাবেথ তার দায়িত্ব পালনে প্লাটিনাম জুবলি অর্থাৎ ৭০ বছর অতিক্রম করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //