কুয়েতে বাংলাদেশি ‘গৃহকর্মী’ নিয়োগের পরিকল্পনা

কুয়েতে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের জন্য দেশটির পরিকল্পনার কথা জানিয়েছেন, রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চুক্তি হয়নি বলেও জানান তিনি। দৈনিক আল-কাবাসের রিপোর্ট।

রাষ্ট্রদূত বলেন, চলতি বছরে অনুষ্ঠেয় যৌথ কমিটির দ্বিতীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বর্তমানে কুয়েতে কোনো বাংলাদেশি গৃহকর্মী নেই; কিন্তু ক্লিনিং কোম্পানিতে আর্টিকেল ১৮ ভিসার অধীনে ১৫০০ কর্মী রয়েছে। কুয়েতে দক্ষ কর্মী নিয়োগে বাংলাদেশ কুয়েতের মধ্যে সমন্বয় রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

স্কুলে নিয়োগ দেওয়া বাংলাদেশি নারী কর্মীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা জানতে চাইলে আশিকুজ্জামান বলেন, কিছু কোম্পানি বেতন দিতে দেরি করছে বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশি গৃহকর্মীদের কর্মসংস্থান নির্ভর করে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে শ্রমিকদের যথাযথ সুরক্ষা দিতে কুয়েতের সদিচ্ছার ওপর।

তিনি আরো বলেন, বাংলাদেশ ও কুয়েত ২০০১ সালে একটি জনশক্তি চুক্তি স্বাক্ষর করেছে, কিন্তু এতে শ্রম নিয়োগ সংক্রান্ত সমস্যা নেই। তিনি ইঙ্গিত দিয়েছেন, দূতাবাস বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে একটি নতুন এবং বিস্তারিত চুক্তি বা একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের মধ্যে একটি বৈঠকের প্রস্তাব করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //