মালদ্বীপের আদমশুমারিতে প্রবাসীদের তথ্য দেওয়ার আহ্বান

মালদ্বীপের আদমশুমারিতে প্রবাসী বাংলাদেশিদেরকে স্বতঃস্ফূর্তভাবে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার। প্রথমবারের মতো দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদেরও আদমশুমারির আওতায় আনা হয়েছে।

মালদ্বীপ ব্যুরো অফ পরিসংখ্যানের আয়োজনে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আদমশুমারির কার্যক্রম চলবে। মালদ্বীপ ছোট দেশ হলেও এখানে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকের সংখ্যা প্রায় চার লাখের বেশি। যার মধ্যে প্রায় এক লাখ বাংলাদেশি রয়েছেন।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ প্রবাসীদের আতঙ্কিত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছেন। 

উল্লেখ্য, এ আদমশুমারিতে বাংলাদেশি প্রবাসীরাও আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের কাজে অংশগ্রহণ করবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //