মালয়েশিয়ায় ‘দিন: দ্য ডে’র রেকর্ড

মালয়েশিয়ায় মুক্তির প্রথমদিনই রেকর্ড সৃষ্টি করেছে অনন্ত-বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ চলচ্চিত্রটি। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র দেশটিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।

জানা যায়, এদিন বিদেশের মাটিতে বাংলা চলচ্চিত্রটি দেখতে জড়ো হয়েছিলেন শত শত প্রবাসী বাংলাদেশি। কুয়ালালামপুর টুইন টাওয়ারের ‘টিজিভি সিনেমা’য় এক সাথে ৮টি স্কিনে প্রদর্শন করা হয়, যা মালয়েশিয়ার যে কোনো চলচ্চিত্রের রেকর্ড ভঙ্গ করেছে।

মালয়েশিয়ায় ‘দিন: দ্য ডে’র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত-বর্ষা। ছবি: মালয়েশিয়া প্রতিনিধি। 

শুধু কুয়ালালামপুরেই নয়, দেশটির বিভিন্ন প্রদেশের ১৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’। যার মধ্যে সেলাংগর, জহুর বারু, কেদাহ, কেলান্তান, মালাক্কা, সেরেম্বান, পাহাং, পেনাং উল্লেখযোগ্য।

এছাড়া আগামী রবিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে জহুর বারুর সিটি স্কয়ারের এম এম সিনেপ্লেক্সে দর্শকদের সাথে স্বশরীরে উপস্থিত থেকে চলচ্চিত্র দেখবেন অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //