দক্ষিণ আফ্রিকায় দোকান লুট করতে বাংলাদেশি ব্যবসায়ীকে খুন

দক্ষিণ আফ্রিকায় একদল ডাকাত মাসুদুর রহমান (৫৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার পর তার দোকান লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে দেশটির ইস্টার্নকেপ প্রদেশের মাটাটিয়াল শহরের কাছে একটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মাসুদুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। 

স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, গত বুধবার রাত ৩টার দিকে ওই গ্রামে প্রবাসী মাসুদুর রহমানের দোকানের টিনের চাল কেটে কয়েকজন ডাকাত প্রবেশ করেন। এসময় তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। ডাকাত দল তার গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর দোকানে থাকা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে চলে যায়। 

গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ক্রেতারা দোকানে এসে মাসুদুর রহমানকে মৃত অবস্থায় দেখতে পান। 

সেখানে বাংলাদেশি কমিউনিটি থেকে খবর পেয়ে স্থানীয় পু্লিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।  

সেখানকার বাংলাদেশি সংগঠকরা জানান, মাসুদুর রহমানের মরদেহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা চলছে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের হত্যা করে দোকান ডাকাতির এমন ঘটনা প্রায়ই ঘটছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //