দুবাইয়ে হয়ে গেল বাংলাদেশি বইমেলা

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশি বইমেলা ও বঙ্গসংস্কৃতি উৎসব।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় সময় গত শুক্রবার (৪ নভেম্বর) বিকেল থেকে দুবাইয়ে কনস্যুলেট প্রাঙ্গণে তিনদিন দিনব্যাপী এই বইমেলার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট।

গতকাল রবিবার (৬ নভেম্বর) রাতে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা শেষ হয়।

এর আগে গত শুক্রবার মেলা উদ্বোধন করেন কবি কামাল চৌধুরী। রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। উপস্থিত ছিলেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

আয়োজকরা জানান, মেলায় ৭৫টি স্টল ছিল। নানা আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বইয়ের মোড়ক উন্মোচন, বই আলোচনা, সাহিত্য বিষয়ক সেমিনার ও শিশুদের জন্য নানা প্রতিযোগিতা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //