ইতালিতে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা

ইতালিতে নতুন সরকার গঠনের পর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রশাসনের মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণের কারনে বিপাকে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

গত অক্টোবরে ইতালির কট্টর ডানপন্থি 'ব্রাদার্স অব ইতালি' দল দেশটির ক্ষমতা গ্রহণ করে। প্রথম নারী প্রধানমন্ত্রী হন দলটির নেতা জর্জিয়া মেলোনি। মেলোনি ক্ষমতা গ্রহণের পরই আলোচনায় আসে তার অভিবাসনবিরোধী মনোভাবের বিষয়টি। এবার প্রবাসীদের ব্যবসা পরিচালনায় কঠোর নিয়মকানুন বেঁধে দিয়ে সেই মনোভাব বাস্তবায়নের পথে হাঁটা শুরু করল দেশটির নতুন সরকার।

সম্প্রতি ইতালির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠানে কাগজপত্র পরীক্ষা করছেন সরকারি দফতরের লোকজন। পান থেকে চুন খসলেই গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। নতুন সরকারের এমন নীতিতে হতাশ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

একজন প্রবাসী বাংলাদেশি বলেন, ইতালিতে নতুন সরকার ক্ষমতায়। সবাইকে ব্যবসা-বাণিজ্য অনেক সাবধানে করার অনুরোধ করছি।

আরেক প্রবাসী বলেন, সরকার পরিবর্তন হওয়ার পর তারা ব্যবসা নিয়ন্ত্রণ করছে, জরিমানা করছে।

দেশটির বিভিন্ন শহরে প্রবাসীদের ব্যবসাপ্রতিষ্ঠানে সরকারের নজরদারি বাড়লেও ইতালীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে তেমন নজরদারি করা হচ্ছে না বলেও অভিযোগ অনেকের।

ইতালিতে বর্তমানে প্রায় ৩০ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। প্রতিটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন একাধিক প্রবাসী কর্মী। সরকারের কঠোর নজরদারিতে ব্যবসা পরিচালনা বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এর প্রভাব পড়বে বাংলাদেশের বৈদেশিক আয়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //