প্রবাসে দেশীয় সংস্কৃতি এবং নতুন প্রজন্মের কাছে বাংলার চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশি নারীরা।
রাজধানী রোমের স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত বাঙালির ঐতিহ্যপূর্ণ সুস্বাদু পিঠা উৎসবে বেশ আগ্রহ নিয়েই প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করেন। সাময়িক সময়ের জন্য দেশীয় কৃষ্টিকালচারের স্বাদ আর ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন নির্মল আনন্দের খোরাক যোগায় প্রাবাসীদের।
প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী নারী নেত্রী রেণু, রিমু, চম্পা, জুলী, শারমিন, লিজা ও নুসরাত এর যৌথ আয়োজনে রাজধানী রোমে অনুষ্ঠিত পিঠা উৎসবকে কেন্দ্র করে প্রবাসী নারীরা একত্র হতে পেরে একে অপরের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। এ যেন বিদেশের মাটিতে দেশীয় সাজে নারীদের ভিন্নমাত্রার অপূর্ব এক আয়োজন।
যান্ত্রিক ও ব্যস্ত জীবনের মাঝে দেশি আমেজে একটু সময় কাটানো এবং বাংলাদেশি ঐতিহ্য প্রবাসীদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নারীদের রকমারি পিঠা পরিবেশনার জন্য সকলের মধ্যে লটারির ড্র করা হয় এবং বিজয়ীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইতালি প্রবাসী বাংলাদেশি নারী পিঠা উৎসব
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh