ইতালিতে প্রায় ৮৩ হাজার শ্রমিক নিতে গেজেট প্রকাশ

২০২৩ সালে ইতালিতে প্রবেশে সুযোগ পেতে যাচ্ছে ৮২ হাজার ৭০৫ জন বিদেশি শ্রমিক। সম্প্রতি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে দেশটি। এর ফলে বাংলাদেশসহ অ-ইউরোপীয় ৩৩ দেশের নাগরিকরা ইতালিতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবে।

ইতালির ইংরেজি সংবাদমাধ্যম দ্য লোকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০১ সালে ৩০ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেয়া হয়েছিল। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ৬৯ হাজার ৭০০ এবং ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭০৫ জন। লোক সংখ্যা বাড়লেও সীমিত কিছু ক্যাটাগরিতেই লোক নেয়া হবে।

সিজনাল ও নন-সিজনাল এই দুই ক্যাটাগরিতেই লোক নেবে ইতালি। আগামী ২৭ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। শেষ হবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর।

এ বছর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভেদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, গুয়েতেমালা, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, রিপাবলিক অব নর্থ মেসেডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেন।

সরকারি ওই ডিক্রি অনুযায়ী, কৃষি, সড়কের যান তৈরি, নির্মাণ, ট্যুরিজম-হোটেল, মেকানিকস, টেলিকমিউনিকেশন্স, ফুড ও শিপবিল্ডিং সেক্টরে লোক নেবে ইতালি। এছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্ট, ব্যবসা শুরু করতে চাওয়া ব্যক্তিরা ইতালিতে ভিসার জন্য আবেদন করতে পারবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //