লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ১০৫ কোটি টাকা জিতেছেন মোহাম্মদ রায়ফুল নামে এক প্রবাসী বাংলাদেশি। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রচার করা হয়েছে।

প্রবাসী মোহাম্মদ রায়ফুল আমিরাতের আল আইনের বাসিন্দা। তিনি আবুধাবির ‘দ্য বিগ টিকেট র‌্যাফেল ড্র’ তে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জিতেছেন, যার মূল্যমান ৩৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা)। 

জানা যায়, প্রায় তিন দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য বিগ টিকেট লটারি চালু করা হয়। প্রতিমাসে যার ড্র অনুষ্ঠিত হয়।

প্রথম স্থানের জন্য পুরস্কারের টাকার মূল্য প্রতিমাসে পরিবর্তন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে ছিল প্রথম পুরস্কার ৩৫ লাখ দিরহাম (প্রায় ১০৫ কোটি টাকা)।

জানুয়ারি মাসের দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরো তিন ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //