তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

তুরস্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য কনস্যুলেটের হটলাইন নাম্বার চালু করা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের যোগাযোগ করার অনু‌রোধ করেছে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নম্বর‌টি হ‌লো, +৯০৮০০২৬১০০২৬।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) রা‌তে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক মুঠোফোন বার্তায় এ তথ্যটি জানানো হয়।

বার্তায় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কনস্যুলেট জেনারেল।

উল্লেখ্য, গতকাল সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। 

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ৩ হাজার ৮০০ জন ছাড়িয়ে গেছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে আছে। যে কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে কর্তৃপক্ষ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //