চলতি বছরের ডিসি বইমেলার সূচনানুষ্ঠান অনুষ্ঠিত

অধীর আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) আলেকজান্দ্রিয়ার একটি হলে অনুষ্ঠিত হয়ে গেলো ডিসি বইমেলা ২০২৩-এর সূচনা অনুষ্ঠান। এবারের বইমেলা অনুষ্ঠিত হবে আগস্ট মাসের শেষ সপ্তাহে। 

একটি ভিডিও স্লাইড শো’র মাধ্যমে গত তিনটি বইমেলার স্মৃতি রোমন্থন দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

২০১৮ সালে আয়োজিত ডিসি বইমেলার প্রধান সমন্বয়ক আনোয়ার ইকবাল কচি অনুষ্ঠানের দিন গত তিনটি বইমেলার পথ চলার কিছু অভিজ্ঞতার কথা স্মরণ করেন। 

এদিন ২০২৩ সালে অনুষ্ঠিতব্য বইমেলা নিয়ে আয়োজকদের মূল ভাবনা উপস্থাপন করেন ২০১৯ সালে আয়োজিত বইমেলার প্রধান সমন্বয়ক সামিনা আমিন।

অনুষ্ঠানে চলতি বছরের অনুষ্ঠিতব্য বইমেলার প্রধান সমন্বয়ক ড. নজরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ডিসি বইমেলা কিভাবে সফল করা যায় তা নিয়ে বিস্তারিত আলাপ করেন তিনি। 

অনুষ্ঠানে ডিসি বইমেলার প্রধান উপদেষ্টা রোকেয়া হায়দার এবং অতিথিদের পক্ষ থেকে নৃত্য শিল্পী লায়লা হাসান, ডুয়াফির প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম খান, সামাজিক মাধ্যমের বিশেষ ব্যক্তিত্ব কবিতা দেলোয়ার, বিশিষ্ট লেখক ড. আশরাফ আহমেদ, মাহতাব আহমেদ, কাজী জামান, হিরণ চৌধুরীসহ আরও অনেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটির শেষ পর্বে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, আধুনিক গান, কবিতা ও নজরুলের জীবন নিয়ে আলাপ ও নজরুল গীতি।

সংগীতানুষ্ঠানে গান পরিবেশনা করেন- ড প্যাট্রিসিয়া শুক্লা গোমেজ, ক্লেমেন্ট স্বপন গোমেজ, জেনিথ এশা সামাদ্দার কথা ও দিনার মনি। তবলা বাজান ছিলেন ড. পল ফাবিয়ান গোমেজ। 

অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবনী আলোচনায় ছিলেন আসিফ এন্তাজ রবি।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নৃত্য শিল্পী নাসরিনা আহমেদ মুন্না। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন শিল্পী রিচার্ড বোস। ডিজিটাল ব্যবস্থাপনায় ছিলেন ইরাজ তালুকদার। আপ্যায়ন ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করেছেন শিমূল মৌ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //