ভাষা দিবস উপলক্ষে ভেনিসে কোরআন প্রতিযোগিতা

ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে কোরআনের তর্জমা, কিরাত এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মেসত্রের স্থানীয় একটি মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস। অনুষ্ঠানে উপস্থাপনা করেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল।

রবিবার সকাল সাড়ে ১০ টায় মেসত্রের বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ভরে ওঠে অভিবাসী কোরান প্রতিযোগী শিশু কিশোর, অভিভাবক এবং কমিউনিটির নেতৃবৃন্দে। 

চারজন বিচারক প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনা করেন। যথাক্রমে তিন বিভাগে (ক.খ.গ) মোট ৯১ জন শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ক বিভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে, তায়েফ, আলভি এবং রিয়াদ। খ এবং গ বিভাগে আবিদ খান, আয়শা, জান্নত, মিলিসা, ফারাবি, দিয়ান হাজারী।

অভিভাবকদের জন্য ইসলামি কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে, ইমাম হোসেন, মশিউর রহমান এবং মামুন।

বাদ জোহর প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা পলাশ রহমান এবং প্রধান অতিথি ফরিদুল ইসলাম আনিস সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।


প্রতিযোগিতার বিচারক এবং স্থানীয় আলেমরা বলেন, ইসলামে মাতৃভাষার বিশেষ গুরুত্ব আছে। আমাদের মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পাবেন। আমরা তাদের জন্য দোয়া করি এবং ভেনিসের বাংলাদেশি সাংবাদিকদের এই উদ্যোগকে প্রবাসী শিশু কিশোরদের সঠিক পথে থাকার শিড়ি হিসাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আমিনুল হাজারী, সোহেলা আক্তার বিপ্লবী, সোহানুর রহমান উজ্জল, শাইখ আহমেদ, জুম্মন অনিক, রফিকুল ইসলাম সবুজ, অহিদুল ইসলাম, আরিফুজ্জামান, দিলরুবা জামান, জিয়াউর রহমান খান সোহেল। 

এছাড়াও এই অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ অনেকেই অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //