ইতালিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নব জাগরণ নারী কল্যাণ সমিতি ইতালির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গত বুধবার (৮ মার্চ) রোমের স্থানীয় একটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।

আলোচনা সভাটির সভাপতিত্ব করেন নব জাগরণ নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা, সংগঠনের সাধারণ সম্পাদক লিপি আক্তার ও সহ সাংগঠনিক সম্পাদক ফারহানা ইয়াসমিন নুপুরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, নব জাগরণ নারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, উপদেষ্টা উম্মে হানি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন স্মৃতি, সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকু, যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি আক্তার, ফাতেমা ফেরদৌস মিরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুশরাত জাহান বুবলি, প্রচার সম্পাদিকা তানিয়া হোসাইন।

নারীরা বলেন, নারীরা তাদের মেধা, কর্ম দক্ষতাকে কাজে লাগিয়ে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এমন কি চ্যালেঞ্জিং কাজ গুলোও করছেন অত্যন্ত পারদর্শীতার সঙ্গে।

তারা আরও বলেন, দেশের গন্ডি ছাড়িয়ে প্রবাসেও নারীরা তাদের কর্ম যজ্ঞ সৃষ্টি করেছেন। চাকরি, ব্যবসার পাশাপাশি উদ্যোক্তাও হচ্ছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা আজ সত্যি ঈর্ষণীয়। কিন্তু সমাজ ও পরিবার থেকে তারা এখনো অবহেলিত ও বৈষম্যের শিকার।

নারী নেতৃবৃন্দের মধ্যে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মহিলা সংস্থা ইতালির সহ-সভাপতি জাকিয়া উল্ল্যাহ, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সাংগঠনিক সম্পাদক বাবলি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, নার্গিস আক্তারসহ অনেকেই।

এ সময় বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাহেদ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক সুজন হাওলাদার এবং একতা ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাত হোসাইন, সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মিয়া মো. আতিকের নেতৃত্বে নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে ফুলেল অভ্যর্থনা জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //