ওমর ফারুক, মালদ্বীপ থেকে
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট: ১৮ মার্চ ২০২৩, ০২:৫২ পিএম
মালদ্বীপে মাহেফুন বা রমজান পূর্ব প্রস্তুতি স্বরূপ স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে পুনঃর্মিলনী ও নৈশ্যভোজের আয়োজন করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান মিয়াঞ্জ গ্রুপ।
গতকাল শুক্রবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে দেশের এমআই কলজের অডিটোরিয়াম সেন্টারে এ আয়োজন করা হয়।
সূত্র জানায়, এ অনুষ্ঠানে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়িক প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলাম, মো. রুহুল আমিন, জাকির হোসেন, মো. মোতালেব মোল্লা, তারেক হাসান তাহসিন, বাবুল হোসেন, মজনু মিয়া, মাসুম বিল্লাহসহ মিয়াঞ্জ গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মিয়াঞ্জ গ্রুপের চেয়ারম্যান আহমেদ মোত্তাকি উপস্থিত সকল অতিথিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
তিনি বলেন, আমরা মালদ্বীপে দীর্ঘদিন যাবত সফলতার সাথে ব্যবসা করে আসছি। আমাদের মিয়াঞ্জ গ্রুপের বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রাহক বা ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো অভিযোগ পাইনি। আমাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী, আমরা পণ্য সরবরাহ করে যাচ্ছি, যা প্রশংসার দাবিদার রাখে। মালদ্বীপের আইন মেনে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও মিয়াঞ্জ গ্রুপ গ্রাহক সেবায় অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমরা এসিআই, স্কয়ার, ফ্রেস, আকিজ, রাধুনী ও বাংলা মিটের মত বাংলাদেশের প্রথম সারি কোম্পানিগুলোর পণ্য আমদানি করে থাকি।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
নৈশভোজে অংশগ্রহণ করা প্রবাসীরা বলেন, পরিবার-পরিজন ছাড়া প্রবাসে এসব উৎসব কেবলই আনুষ্ঠানিকতা। তাই বেদনা ভরা মন প্রতিনিয়তই কিছু না কিছুতে আক্ষেপ ঘোচানোর চেষ্টা করে। এরকম মিলনমেলা ও আনন্দ আয়োজনগুলো প্রবাসীদের কিছুটা আনন্দের উপলক্ষ করে দেয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh