ইতালিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

ইতালিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উযদাপনে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৬ মার্চ) সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল এমজেএইচ জাবেদের নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এরপরে মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধুর নেতৃত্বের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন।

কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ বলেন , মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের প্রত্যেককে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। 

আলোচনার শেষে রিপামন্তি ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা কবির আহমেদ বিশেষ দোয়া পরিচালনা করেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //