ভিসা প্রাপ্তিতে নানা জটিলতা ও দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি পেলেন আফ্রিকার ৭টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, নামিবিয়া, বোতসোয়ানা, ইসওয়াতিনি ও লেসোথোর নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশি এবং তাদের বিদেশি স্বামী-স্ত্রী, সন্তানরা এখন থেকে এনভিআর বা নো রিকোয়ার্ড ভিসা সুবিধা পাবেন।
১৫ বছরের কম এবং ৬০ বছরের বেশি বয়সীরা এনভিআর ইস্যুর ক্ষেত্রে পুলিশি প্রতিবেদন ছাড়াই ভিসা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এছাড়া যাদের আগে একবার এনভিআর ইস্যু করা হয়েছে এবং যাদের মা-বাবা উভয়েই বাংলাদেশি বংশোদ্ভূত তাদের ১৮ বছরের নিচের সন্তানদের এনভিআরের জন্য পুলিশ প্রতিবেদনের প্রয়োজন হবে না।
এদিকে ভিসা পেতে দীর্ঘসূত্রিতা দূর হওয়ার খবরে উচ্ছ্বসিত দেশগুলোয় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভিসা পেতে নানা জটিলতায় ভুগছিলেন। দালালের দৌরাত্ম্যে হয়রানির শিকারও হচ্ছিলেন তারা। সময় সংবাদে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ভিসা প্রক্রিয়া সহজ হওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস ও সরকার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : প্রবাস প্রবাসী বাংলাদেশী আফ্রিকা ভিসা জটিলতা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh