ইতালিতে সাবেক নৌ মন্ত্রী শাজাহান খানকে গণসংবর্ধনা

ইতালির মিলানে সাবেক নৌ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানকে গণসংবর্ধনা দিয়েছেন মিলানোস্থ মাদারীপুর জেলাবাসী।

গত রবিবার (২৩ জুলাই) বিকেলে ইতালির একটি অডিটোরিয়ামে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের কাছে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনির। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দুধখালী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক খান, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও  শাজাহান খানের সহকারী একান্ত সচিব সৈয়দ মমসাদ উজ্জামান, শাজাহান খানের কনিষ্ঠ পুত্র ছাত্রলীগ নেতা আহমেদ মাহাথির খান। 

সভাপতির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মিলান কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব ও মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, যুগ্ম-সম্পাদক মো. হানিফ শিপন।

মাদারীপুর জেলা কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলান মহানগর আওয়ামী লীগের সভাপতি রহমান খান অনুষ্ঠান পরিচালনা করেন। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি সাহিন জমাদার, মাদারীপুর সদর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি রিপন খান, কিট কেয়ার ফাউন্ডেশন মাদারীপুরের চেয়ারম্যান মনির হোসেন, মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার প্রমুখ।

অনুষ্ঠানে যোগ দেন মিলানোস্থ সিলেট সমিতি, নোয়াখালী সমিতি, ফেনী সমিতি, কুমিল্লা সমিতি, ঢাকা সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির নেত্রীবৃন্দসহ শতশত প্রবাসী বাংলাদেশী।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা বাসীসহ মিলানে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

অনুষ্ঠানের শেষে ছিলো- মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন তাসমিনা বাহাদুর সুরমা, সাবরিনা মমতাজ মমো ও মানসিবসহ অন্যরা। জমকালো আয়োজনে নৃত্য পরিবেশন করেন দিনু উইথ ড্যানসিং স্টার গ্রুপ।

শাজাহান খান ইতালি, গ্রীস ও জার্মানিতে বেশ কয়েকটি সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //