খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সহ-সভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এস এম বশির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এস এম রহমান তনু।  

এসময় আরও উপস্থিত ছিলেন- সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, যুবদল নেতা মোঃ জসিম উদ্দিন, জাহাঙ্গীর হাওলাদার, নুরে সিদ্দীকি সুমন, আর্কাভ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন , সহ -সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী সোহেল মাহমুদ, সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল সিকদার, কুয়ালালামপুর মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হক প্রধান, সহ- সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মাহফুজ, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম, বাবু সরকার, মিরাজ মাঝী, ইমন হাসানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতা কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //