শিশু রাসেল সব শিশুর অদম্য আত্মবিশ্বাসের অনুপ্রেরণা

শিশু শেখ রাসেল বাংলাদেশের সব শিশু-কিশোরদের দীপ্ত জয়োল্লাস আর অদম্য আত্মবিশ্বাসের অনুপ্রেরণা। রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন।

রোমস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল বুধবার (১৮ অক্টোবর) দিবসটি উদযাপন করে।

রাষ্ট্রদূত বলেন, স্বাধিকার আন্দোলনসহ বাংলাদেশের ইতিহাসের সকল উল্লেখযোগ্য ঘটনায় বঙ্গবন্ধুর পরিবারের আত্মত্যাগের কথা স্মরণ করেন। 

পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্ট এর মতো বর্বরোচিত হত্যাকাণ্ড বিরল উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর আর কোনো জায়গায় যেন এরকম ঘৃণ্য হত্যাকাণ্ড না ঘটে। 

এসময় তিনি উপস্থিত সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে নিজ-নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে আহ্বান জানান।

এ অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিল- পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রদূতের বক্তব্য, বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, দিবসটি উপলক্ষে প্রাপ্ত বাণী পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //