ঢাকা-রোম ফ্লাইট চালু, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট উদ্বোধন হওয়ায় উচ্ছ্বসিত ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এখন থেকে তারা দেশের বিমানে ভ্রমণ করবেন বলে জানিয়েছেন।

গতকাল শনিবার (৩০ মার্চ) ইতালির ভেনিসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম-ঢাকা ফ্লাইটের প্রচার-প্রচারণা উপলক্ষে ভেনিস শহরের প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেস মিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের অবহিত করা হয়। মতবিনিময় শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে ভেনিসে বসবাসরত বাংলাদেশিদের সাথে মধ্যে জনসংযোগ ও বিমান বাংলাদেশের প্রচার-প্রচারণা চালানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ সদস্যরা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা।

এছাড়াও ভেনিসে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ সর্বস্তরের প্রতিনিধিরা, ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক পলাশ রহমান জাকির হোসেন সুমন, মাকসুদুর রহমান, এমকে লিটন, ইসমাইল হোসেন স্বপন, আসলামুজ্জামান মোহাম্মদ, সোহেল মিয়া, নাজমুল হোসেন, সজীব আল হোসেন প্রমুখসহ ভেনিস শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //