ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইতালির ব্রেসিয়াতে আয়োজন করা হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

গতকাল শুক্রবার (৩ মে) নতুন প্রজন্মকে বাংলা কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করতে আর বিদেশীদের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতে দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করেছে ইতালির ব্রেসিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

প্রতিবছর ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা নানা আয়োজনে বাংলাদেশের কৃষ্টি কালচারকে বিদেশিদের মাঝে তুলে ধরে। 

এরই ধারাবাহিকতায় এ বছর ইমরান,শাহিন ও পলাশ তিন বন্ধুর উদ্যোগে ও বাংলাদেশ কমিউনিটির আয়োজনে বিদেশীদের কাছে সাড়া সাজানো পিঠা মেলার আয়োজন করা হয়। 

যেখানে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এই ধরনের আয়োজনে তারা অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি। 

অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় পৌরসভার প্রতিনিধিদের উপস্থিতিতে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে স্থানীয় নারীরা নিজ নিজ স্টল নিয়ে দেশীয় পিঠার পশরা সাজায়। যেখানে পুলি, পাটিচাপটা, তেলের পিঠা, নারকেল পিঠা, ফুল পিঠা, জামাই পিঠাসহ নানা প্রকার দেশীয় পিঠা শোভা পায়। 

প্রবাসে এত সুন্দর আয়োজনে আসতে পেরে তারা অনেক খুশি। পাশাপাশি আয়োজকদেরকে ও ধন্যবাদ জানান। 

দুপুর গড়িয়ে বিকেলের শুরুতেই স্থানীয় সকল সামাজিক, রাজনৈতিক, ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার ও প্রবাসীর উপস্থিতে মেলা হয়ে ওঠে  লাল সবুজের এক টুকরো বাংলাদেশ। 

পিঠার পাশাপাশি আয়োজকরা নারী, পুরুষ ও নতুন প্রজন্মের শিশুদের জন্য দেশীয় খেলার আয়োজন করেন।যেখানে নতুন প্রজন্মের কোমলমতি শিশুদেরকে নিজ দেশের খেলার সাথে পরিচয় হতে সাহায্য করে। এবং আয়োজকরা এ বিষয়টিকে খুব ইতি বাচকভাবে ভাবছেন।

পরিশেষে মেলায় স্টলদাতাদের ও খেলায় অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //