সময়সীমা বেঁধে দেয়ায় কুয়ালালামপুর বিমানবন্দরে বিদেশি শ্রমিকের ঢল

বাংলাদেশসহ আরও ১৫টি সোর্স কান্ট্রির কর্মীদের জন্য মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া ব্যক্তিদের শুক্রবারের (৩১ মে) মধ্যে প্রবেশের সময়সীমা বেঁধে দিয়েছে মালয়েশিয়ার সরকার। ফলে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো শেষ মুহূর্তে হাজার হাজার শ্রমিকের ফ্লাইট করিয়েছে। একারণে, মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি শ্রমিকের প্রবেশের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। 

আজ বৃহস্পতিবার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ। 

তিনি বলেছেন, বাংলাদেশিসহ যেসব বিদেশি কর্মী মালয়েশিয়ার বিমানবন্দরে এসে পৌঁছেছে তাদের সবাইকে নিয়োগকর্তা যাচাই-বাছাই, স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন পর্যালোচনা শেষে তাদের দেশটিতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে।

সাধারণত মালয়েশিয়ায় প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার বিদেশি শ্রমিক প্রবেশ করে থাকে। কিন্তু সম্প্রতি দেখা গেছে এই সংখ্যা আড়াই হাজার থেকে সাড়ে ৪ হাজারে পৌঁছেছে। শুক্রবার (৩১ মে) এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //