কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কেরালা রাজ্য থেকে ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে ভারতীয় পুলিশ। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, কেরালা পুলিশ ও ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা গতকাল রাতভর অভিযান চালিয়েছেন। এ সময় কেরালার বন্দর শহর কোচিতে অবৈধভাবে বসবাসরত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ওই গণমাধ্যমকে কেরালার এরনাকুলাম জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা বলেন, ‘গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।’

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত ২৭ বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ জব্দ করা হয়েছে, দুজনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস-সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেননি।

এরই মধ্যে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান বৈভব সাক্সেনা।

এর আগে গত এক মাসে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি, কল্যাণ, ডোম্বিভলি ও অন্যান্য জায়গা থেকে অন্তত ৪০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এরপর থেকেই মূলত ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে দিল্লি। এমনকি ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে একটি বন্দিশালা তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

তিনি বলেন, ‘অবৈধ বাংলাদেশিদের সরাসরি কারাগারে রাখা যাবে না। তাদের জন্য মুম্বাইয়ে একটি ভালো বন্দিশালা তৈরি করতে হবে।’

তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শিগগিরই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh