ক্যামেরুনে ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কয়েকটি বাড়ি চাপা পড়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।

দেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলের বাফৌসাম শহরে স্থানীয় সময় সোমবার রাতে ভারী বৃষ্টিপাতে কারণে বাড়ি-ঘরের ওপর পাহাড় ধসে পড়লে এ ঘটনা ঘটে। 

ক্যামেরুন রেডিও টেলিভিশন (সিআরটিভি) জানিয়েছে, নিহতের মধ্যে ২৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

আঞ্চলিক গভর্নর ফোনকা আভা অগাস্টিন বলেছেন, সরকার হুঁশিয়ারির পর লোকজন পাহাড়ের পাদদেশে অনিরাপদ জমিতে বাড়িঘর তৈরি করেছিল।

পাহাড়ধসের হাত থেকে বেঁচে যাওয়া আলবার্ট কেনেজি নামে এক ব্যক্তি বলেন, ' রাত ১০টার দিকে আমি একটি আওয়াজ শুনেছি। এরপর দেখি ধুলার একটি বিশাল মেঘ। এরপর যখন ধুলোর মেঘ সরে যায় তখন দেখি যে পাহাড়টি ভেঙে পড়েছে।’

ভূমিধসে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে দেশটিতে বন্যা দেখা দিয়েছে। আর এর ফলে প্রায় ৩০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সেন্ট্রাল আফ্রিকায় বর্ষা মৌসুম প্রায় শেষ হতে চলেছে। কিন্তু এ সময়ে অন্যান্য বছরের তুলনায় এবার বৃষ্টিপাত অনেক বেশি হচ্ছে। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //