বশিরকে আইসিসির কাছে হস্তান্তর করবে সুদান

দারফুরে সংগঠিত যুদ্ধাপরাধের অভিযোগে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করা হবে।

দেশটির অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের এক সদস্য গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) একথা জানিয়েছেন। 

মিশরের বার্তা সংস্থা আল-বাশায়ির জানিয়েছে, সুদানের অন্তর্বর্তী সরকার পরিষদের সদস্য মোহাম্মাদ হাসান আত-তায়ায়িশি বলেন, সরকারের সাথে সাবেক প্রেসিডেন্ট বশিরের বিরোধী একটি রাজনৈতিক ফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেবহাতুস সুদান নামের ওই ফ্রন্টের বহু নেতাকর্মীকে বশিরের শাসনালে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

সুদানের অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে এই ফ্রন্ট গঠিত এবং পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে এটির সদরদপ্তর অবস্থিত। 

২০০৩ সালে দারফুর অঞ্চলে প্রেসিডেন্ট বশির সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়। 

আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বশির ও তার তিন সহযোগীর বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। ওই অভিযোগের ভিত্তিতে ২০০৯ সালে বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

গত বছরের এপ্রিল মাসে প্রবল গণবিক্ষোভের জের ধরে সেনা হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন তিন দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই একনায়ক। 

গত বছরের ডিসেম্বরে দুর্নীতির দায়ে সুদানের একটি আদালত বশিরকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। 

এদিকে বশির তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। - আল জাজিরা ও পার্সটুডে  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //