মুক্তি পেলেন সাদি গাদ্দাফি

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি জেল থেকে মুক্তি পেয়েছেন। গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) দেশটির বিচার মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে এ খবর নিশ্চিত করেছে। 

তিনি এখনো দেশে আছেন কি-না সে সম্পর্কে কিছু বলা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তিনি ইতিমধ্যে তুরস্ক যাত্রা করেছেন। 

দেশটি প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, দেশে থাকা কিংবা দেশ ছেড়ে যাওয়া উভয় শর্তেই তাকে মুক্তি দেয়া হয়েছে। 

২০১১ সালে গণ-আন্দোলন চলাকালে তৎকালীন একদল বিদ্রোহী নেতা গাদ্দাফিকে আটকের পর হত্যা করে। সে সময় তার ছেলে সাদি গাদ্দাফি সাহারা মরুভূমি হয়ে নাইজারে পালিয়ে যান। ওই বছরের সেপ্টেম্বরে তাকে আশ্রয় দেয় নাইজার কর্তৃপক্ষ। তাকে দেশে ফেরত পাঠানোর জন্য নাইজার কর্তৃপক্ষকে বারবার আহ্বান জানায় লিবিয়া সরকার। পরে তাকে হস্তান্তর করা হয়।  ২০১৪ সালে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

২০১৮ সালে লিবিয়ার বিচার মন্ত্রণালয় জানায়, ‘সাদি গাদ্দাফিকে হত্যা, প্রতারণা, হুমকি, দাসত্ব ও সাবেক খেলোয়াড় বশির রায়ানির মানহানির জন্য দোষী সাব্যস্ত করা হয়নি।’

সাদি একজন ফুটবল খেলোয়াড় ও লিবিয়ার ফুটবল ফেডারেশনের সাবেক প্রধানও ছিলেন। 

২০১১ সালে গাদ্দাফিবিরোধী আন্দোলন চলাকালে বিদ্রোহীদের হাতে তার সাত ছেলের মধ্যে তিনজন নিহত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //