উগান্ডায় পার্লামেন্টের কাছে বিস্ফোরণ, নিহত ২

গান্ডার রাজধানী কামপালায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরণের ঘটনা ঘটে পার্লামেন্টের কাছে। অন্য বিস্ফোরণটি ঘটে শহরের পুলিশ সদর দপ্তর সংলগ্ন এলাকায়। এ ঘটনায় ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেছ বিবিসি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এ হামলার পর পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করা হয় এবং সংসদ সদস্যদের ভবনে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে উগান্ডার কর্তৃপক্ষ জঙ্গি সংগঠনগুলোকে দায়ী করছে এ হামলার জন্য।

জানা গেছে, সোমালিয়ায় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি সংগঠন আল-শাবাব সদস্যদের প্রতিহত করতে আফ্রিকান ইউনিয়নের শান্তিবাহিনীর সঙ্গে কাজ করছে উগান্ডার সেনারা।

কামপালায় গত মাসেও একটি রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে। এতে ২০ বছর বয়সী এক তরুণ নিহত হন, আহত হন তিনজন। পরে এ হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস।

২০১০ সালে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় বোমা হামলায় ৭০জন নিহত হন উগান্ডায়। জঙ্গি সংগঠন আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছিল। এরপর থেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় দেশটিতে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //