দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ রবিবার (২ জানুয়ারি) ভবন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বেরুতে দেখা যায়। আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে অগ্নিনির্বাপক কর্মীদের। 

নগরীর জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র জানান, পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হচ্ছে না। দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। 

অগ্নিনির্বাপণের জন্য আরও লোকবল চেয়ে তিনি বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। ভবনের বিভিন্ন দেয়াল ভেঙে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।

তবে আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় প্রকাশিত ছবিতে পার্লামেন্টের ভবনগুলোর একটির ছাদের অনেক দিক থেকে আগুন ও ধোঁয়া বের হয়ে আসতে দেখা যায়।

কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকি দুটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //