মেয়রের ট্রাকে মিলল ২০০ কেজি কোকেন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলে স্থানীয় এক মেয়রের সরকারি গাড়ি থেকে ২০০ কেজির বেশি কোকেন ‍উদ্ধার হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে যার মূল্য ৮৭ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৭৪ কোটি টাকার বেশি।

সোমবার (৩ জানুয়ারি) নাইজারের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ দফতর সেন্ট্রাল অফিস ফর রিপ্রেসবন অব ইলিসিট ড্রাগ ট্রাফিকিং (ওটিআরটিআইএস) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

তারা বলছে, এক চালানে এত বিপুল পরিমাণ কোকোন এর আগে নাইজারে জব্দ করা হয়নি। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে দেশটির দুই পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, নাইজারের উত্তরাঞ্চলীয় মরু এলাকার বাণিজ্যকেন্দ্র আগাদেজে যাওয়ার পথে এক চেক পয়েন্টে আটক করা হয় ট্রাকটি। তারপর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ কোকেন।

ওই মেয়র এবং তার গাড়িচালক সে সময় ট্রাকটিতে ছিলেন। উভয়কেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, গাড়িটি মেয়রের ব্যক্তিগত নয়। পেশাগত দায়িত্ব পালনের জন্য সরকার থেকে এই গাড়িটি তাকে দেওয়া হয়েছিল।

গত কয়েক বছরে দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে মাদক চোরাচালানের জনপ্রিয় রুট হয়ে উঠেছে আফ্রিকার দেশগুলো। গত অক্টোবরে নাইজারের পার্শ্ববর্তী দেশ সেনেগালের উপকূলবর্তী একটি জাহাজ থেকে ২ টন কোকেন উদ্ধার করা হয়েছিল।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //