তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে ১১ জনের মৃত্যু

তিউনিশিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে ১১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তিউনিশিয়ার কোস্টগার্ড বাহনী ডুবন্ত ও নৌকা থেকে ২১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। মৃতদের মধ্যে ৫ জনের মরদেহও উদ্ধার করা হয়েছে।

ভূমধ্যসাগরের এক তীরে এশিয়া ও আফ্রিকা, অপর তীরে ইউরোপ। গত কয়েক বছর ধরে উপকূলবর্তী লিবিয়া ও তিউনিশিয়া থেকে সাগরপথে অবৈধভাবে ইউরোপের ইতালি বা স্পেনে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসনপ্রত্যাশীদের।

কোনো বৈধ কাগজপত্র না থাকায় দালালদের মাধ্যমে সাগরপাড়ি দেওয়ার এই বিপদসঙ্কুল পথ বেছে নিতে বাধ্য হন এসব অভিবাসনপ্রত্যাশীরা। যাত্রাপথে খারাপ আবহাওয়া, ও ইঞ্জিন বিকল বা নৌকা ফুটো হয়ে মৃত্যুর ঘটনাও খুবই স্বাভাবিক ব্যাপার।

তিউনিশিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী বেশ কয়েকটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে; আর এতে ‍মৃত্যু হয়েছে শতাধিক অভিবাসনপ্রত্যাশীর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //