সেনেগালে হাসপাতালে আগুনে ১১ নবজাতকের মৃত্যু

আফ্রিকার দেশ সেনেগালের পশ্চিমাঞ্চলীয় শহর তিভাউআনে একটি হাসপাতালে আগুনে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৫ মে) রাতে দেশটির প্রেসিডেন্ট  ম্যাকি সাল এই মৃত্যুর কথা জানান। 

রাতে এক টুইটে তিনি জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে ওই অগ্নিকাণ্ড ঘটে। এইমাত্র ভয়াবহ খবরটা পেলাম। তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনেটোলজি বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যু হয়েছে।

তিনি টুইট করে বলেন, শিশুদের মৃত্যুতে আমি বেদনাহত ও হতবিহ্বল। তাদের মা ও পরিবারের প্রতি আমি আমার গভীর সহানুভূতি প্রকাশ করছি। 

সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী, আবদুলায়ে দিউফ সার বলেন, তিভাইআনের পরিবহন কেন্দ্রের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় থাকা স্বাস্থ্যমন্ত্রী সার বলেছেন,  সফর সংক্ষিপ্ত করে তিনি অবিলম্বে সেনেগালে ফিরে যাবেন।

শহরের মেয়র ডেম্বা দিওপ বলেছেন, আগুনের ঘটনায় তিন শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। 

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, হাসপাতালটি নতুন উদ্বোধন করা হয়েছে। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //