সামরিক শাসন বিরোধী বিক্ষোভে উত্তাল সুদান

সামরিক শাসন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে আফ্রিকার দেশ সুদান। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) রাজধানী খার্তুমসহ বেশ কয়েকটি শহরে ব্যানার, প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ।

এসময় পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরাও।

দুই পক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন বিক্ষোভকারীদের বেশ কয়েকজন। 

এক আন্দোলনকারী বলেন, ‘তারা আমাদের থামাতে পারবে না, তারা এটা জানে। জোর করে কতদিন ক্ষমতায় থাকবে? যত দিন-না তারা ক্ষমতা থেকে সরে যাচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের সাথে দেখা করার কয়েক ঘণ্টা পরই সুদানিজ কমিউনিস্ট পার্টির নেতা মোহাম্মদ মুখতার আল খতিবকে সুদানের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে বলে জানায় গণমাধ্যম।

গেল বছরের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আটক করে সুদানের ক্ষমতায় আসে সামরিক বাহিনী। এরপর থেকেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন সাধারণ মানুষ। 

দেশটির গণমাধ্যম বলছে, ৮ মাস ধরে চলা এ আন্দোলন-বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ৯৬ জন প্রাণ হারিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //