ইথিওপিয়ায় বিদ্রোহী হামলা, নিহত ২০০

আফ্রিকার দেশ ইথিওপিয়ার ওরোমো অঞ্চলে বিদ্রোহীদের হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই আমহারা জাতিগোষ্ঠীর ছিলেন। ধারণা করা হচ্ছে ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ) এ হামলা করেছে। তবে তারা এ হামলার দায় স্বীকার করেনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে আজ সোমবার (২০ জুন) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই অঞ্চলের দুইজন প্রত্যক্ষদর্শী জানান, ২০০ এর বেশি মানুষ এ হামলায় নিহত হয়েছেন। গিম্বি কাউন্টির বাসিন্দা আব্দুল-সইদ তাহির জানান, বলেন, ‘আমি ২৩০টিরও বেশি মৃতদেহ দেখেছি। আমি নিরীহ মানুষকে একসঙ্গে হত্যা করার ঘটনা আগে কখনও দেখিনি। আমরা তাদেরকে গণকবর দিয়েছি।’  

আরো একজন প্রত্যক্ষদর্শী জানান, আমহারা সম্প্রদায় প্রায় ৩০ বছর আগে এ অঞ্চলে বসতি স্থাপন করে। তাদেরকেই এখন একরকম মুরগির মতো মেরে ফেলা হচ্ছে।

ওরোমিয়ার আঞ্চলিক সরকার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এ হামলায় হতাহতের সংখ্যা জানায়নি। ফেডারেল আর্মি ইউনিট ওরোমো অঞ্চলে ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তারা চলে গেলে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //