নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম
আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ৬৪ জন নিহত হয়েছেন। পৃথক হামলায় নিহতদের মধ্যে ৪৯ জন বেসামরিক ও ১৫ জন সেনা সদস্য। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির অন্তবর্তীকালীন সরকার।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা উত্তর-পূর্ব মালির একটি নদীতে নৌকায় হামলা চালিয়ে অন্তত ৪৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। একই জঙ্গিরা একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে হত্যা করেছে ১৫ সৈন্যকে। হামলার সময় প্রায় ৫০ জন জঙ্গিও মারা গেছে বলে জানা গেছে।
নাইজার নদীতে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি নৌকায় হামলা চালায় জঙ্গিরা। পরে গাও অঞ্চলের বুরেম সার্কেলে সেনা ক্যাম্পে হামলা চালানো হয়।
মালির সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’ নৌকায় হামলা চালায়।
হামলার শিকার হওয়া ওই নৌকার পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কোমানভ জানিয়েছে, নৌকাটির ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কোমানভের এক কর্মকর্তা বলেছেন, নৌকাটি নদীতে স্থির অবস্থায় ছিল এবং সেনাবাহিনী যাত্রীদের সরিয়ে নিতে গিয়েছিল।
২০২০ সাল থেকে মালি শাসন করছে সামরিক জান্তা। গত বছর দেশটিতে সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের কারণে প্রায় ২০ লাখ মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মালি জঙ্গি হামলা নৌকায় হামলা সশস্ত্র গোষ্ঠী
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh